ইতিবাচক দৃষ্টি ও মন ..............
লিখেছেন লিখেছেন শেখ সাদী ৩০ জুলাই, ২০১৩, ০৫:১৮:৫৮ বিকাল
পানি দ্বারা অর্ধেক ভরা আর অর্ধেক খালি এমন একটি গ্লাস যদি কোন সমাজ ,জাতি বা রাষ্টের লোকদের সামনে ধরে গ্লাসটির অবস্হার ব্যাখ্যা চাওয়া হয়। তাহলে নিচের ব্য্যাখ্যা গুলি আসবে ।
১ যারা নেতিবাচক লোক এবং হতাশাগ্রস্হ তারা বলবে গ্লাসটি অর্ধেক খালি ।। তাদের চোখে গ্লাসের খালি অংশটুকুই চোখে পড়বে ।
২ যারা ইতিবাচক লোক বা আত্নবিশ্বাসী তারা বলবে গ্লাসটি অর্ধেক ভরা । তাদের চোখে ভরা অংশটি চোখে পড়বে ।
৩ আর যারা খুব আত্নবিশ্বসী এবং খুব ইতিবাচক যারা সব সমস্যার সমাধানের চেষ্টা করে যায় ও উন্নয়নের শিখরে যেতে চায় তারা বলবে গ্লাসটি সম্পূর্ণ ভরা । গ্লাসটি অর্ধেক পানি দিয়ে এবং অর্ধেক বায়ু দিয়ে ভরা ।আর তারা পানি ও বায়ু উভয়কে কাজে লাগাতে চেষ্টা করবে।
আমাদের ব্যাক্তি, সামাজিক, রাষ্টীয়, আন্তর্জাতিক জীবনে ঘটনা -দূঘটনা, কথা- বাতা, কাহিনী, জন্ম -মৃত্যু ইত্যাদি হয়ে থাকে ।এগুলোর ইতিবাচক দিকগুলো গ্রহন করেই সমস্যার সমাধান করতে পারি ।
সমস্যার কথা শুনতে শুনতে এখন সব কিছুই সমস্যা মনে হয় ।
বিষয়: বিবিধ
১৮৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন